রুয়েটের নতুন ছাত্রকল্যাণ পরিচালক হলেন অধ্যাপক কামরুজ্জামান
- রাজশাহী ব্যুরো
- ১৩ মে ২০২৪, ২০:০৭
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: কামরুজ্জামান (১) নতুন ছাত্রকল্যাণ দফতরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর সই করা এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার (১৩ মে) রুয়েটের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মো: কামরুজ্জামান (১)-কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরিচালক (ছাত্রকল্যাণ) পদে দায়িত্ব প্রদান করা হলো। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে এ দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ থেকে আদেশটি কার্যকর হবে। তিনি নিয়মানুযায়ী ভাতাদি পাবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অধ্যাপক ড. মো: কামরুজ্জামান (১) ১৯৯৮ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পূর্ববর্তী বিআইটি) পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে একই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এছাড়া তিনি এমএসসি, পিএইচডি ও পোস্ট ডক্টোরাল ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন। রুয়েটে ইতোপূর্বে তিনি ছাত্রকল্যাণ দফতরের পরিচালক, পুরকৌশল বিভাগের প্রধান এবং নগর অঞ্চল ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি হল প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অ্যাকাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা