বাগাতিপাড়ায় ড্রামের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
- ১২ মে ২০২৪, ১৬:২৭
নাটোরের বাগাতিপাড়ায় ড্রামের পানিতে ডুবে মানহা বিনতে মোস্তাফিজ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
শিশু মানহা ওই গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে রাজুর মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটিকে ঘুম পাড়াতে গিয়ে মা নিজেই ঘুমিয়ে যান। সেই সুযোগে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পরে তার মা ঘুম থেকে জেগে শিশুটিকে বিছানায় না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির গোসল খানায় রাখা পানি ভর্তি প্লাস্টিকের ড্রামে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। ওই সময় একটি গায়ে মাখা সাবানও সেই ড্রামের পানির নিচের অংশে পড়ে থাকতে দেখেন।
পরিবারের লোকজনের ধারণা, গোসলের জন্য ওই সাবান উঠাতে গিয়েই সে পানির মধ্যে পড়ে যায়।
পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।