১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১০ মে) গ্রেফতারদের আদালতে সোর্পদ করে। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার উজালপুর গ্রামের জয়নুল সরদারের ছেলে মকবুল সরদার, কাশিমপুর গ্রামের আ: ছাত্তারের ছেলে শরিফ উদ্দীন, ভবানীপুর গ্রামের আ: ছাত্তারের ছেলে টিটু সরদার ও আতাইকুলা গ্রামের মাজেদ খানের ছেলে আলম খান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, বৃহস্পতিবার রাতে পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার উজালপুর গ্রামের জয়নুল সরদারের ছেলে মকবুল সরদারকে গ্রেফতার করা হয়। মকবুল সরদার একটি মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল। এছাড়া একই রাতে পরোয়ানামূলে অন্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement