১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মহাদেবপুরে বাসচাপায় শিশু নিহত

মহাদেবপুরে বাসচাপায় শিশু নিহত - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরের নওহাটা মোড়ে বাসচাপায় বাধন হোসেন (১০) নামের এক শিশু নিহত হয়েছে।

সোমবার (৬ মে) দুপুর ১২টার দিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শিশু বাধন হোসেন পার্শ্ববর্তী মান্দা থানার গোটগাড়ী গ্রামের শামিম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাধনের বাবা-মা দরিদ্র হওয়ায় নওহাটা মোড়ের দক্ষিণ পাশে অবস্থিত কফিল উদ্দিন রাইস মিলে শ্রমিকের কাজ করত। সেখানে বাবা-মায়ের সাথেই থাকত সে। এরমধ্যে আজ ঘটনার সময় নিহত শিশুটি রাইস মিলের সামনে দিয়ে যাওয়া নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিল। এ সময় নওগাঁর উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গেলে তার ওপর দিয়ে বাসটি চলে যায়। এ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন বলেন, এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘাতকবাসটি আটক করা সম্ভব হয়নি।

নওগাঁর মহাদেবপুরের নওহাটা মোড়ে বাসচাপায় বাধন হোসেন (১০) নামের এক শিশু নিহত হয়েছে।

সোমবার (৬ মে) দুপুর ১২টার দিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শিশু বাধন হোসেন পার্শ্ববর্তী মান্দা থানার গোটগাড়ী গ্রামের শামিম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাধনের বাবা-মা দরিদ্র হওয়ায় নওহাটা মোড়ের দক্ষিণ পাশে অবস্থিত কফিল উদ্দিন রাইস মিলে শ্রমিকের কাজ করত। সেখানে বাবা-মায়ের সাথেই থাকত সে। এরমধ্যে আজ ঘটনার সময় নিহত শিশুটি রাইস মিলের সামনে দিয়ে যাওয়া নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিল। এ সময় নওগাঁর উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গেলে তার ওপর দিয়ে বাসটি চলে যায়। এ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন বলেন, এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘাতকবাসটি আটক করা সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement