নওগাঁয় ইট ভাঙার মেশিনের চাপায় নিহত ১
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ মে ২০২৪, ১৪:৩৭
নওগাঁর আত্রাইয়ে ইট ভাঙার মেশিনের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সঞ্জয় কুমার (২৬) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।
শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে আত্রাই উপজেলার সাহাগোলা-শিমুলিয়া সড়কের রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সঞ্জয় আত্রাইয়ের আইডিএফ এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহীর বাঘা এলাকায় বলে জানা গেছে।
সঞ্জয় কুমারের সহকর্মী শামীম বলেন, সঞ্জয় কুমার আইডিএফ এনজিও'র আত্রাই শাখায় ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন। সকালে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে অফিসে যাচ্ছিলেন। এ সময় ওভারটেক করার সময় একই দিক থেকে আসা ইট ভাঙার মেশিনটি সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন আরো কয়েকজন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের করে পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে। নিহতের পরিবারকে জানানোর হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা