পাঁচবিবিতে গাছের ডাল পড়ে পথচারীর মৃত্যু
- আজাদ আলী, পাঁচবিবি (জয়পুরহাট)
- ৩০ এপ্রিল ২০২৪, ১৭:১৯
জয়পুরহাটের পাঁচবিবিতে গাছের মরা ডাল মাথায় পড়ে মতিবুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে পাঁচবিবি-শালপাড়া সড়কের রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মতিবুল জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মরহুম তছির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বড় ভাই জানান, সে পাঁচবিবি থেকে গরু বিক্রি করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পাঁচবিবি-শালপাড়া সড়কের রঘুনাথপুর নামক স্থানে পৌঁছিলে রাস্তার পাশে ইউক্যালিপটাস গাছের একটি মরা ডাল হঠাৎ করে তার মাথার ওপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ ওই ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজামের মাধ্যমে মৃতের লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা