শেরপুরে হিট স্ট্রোকে আরো ১ জনের মৃত্যু
- শেরপুর (বগুড়া) সংবাদদাতা
- ২৮ এপ্রিল ২০২৪, ১০:৫৭
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নে মোজাহার আলী (৬৩) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের চন্ডিজান গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
রোববার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
ইউপি সদস্য রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, মোজাহার আলী একজন রাজমিস্ত্রী। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চন্ডিজান এলাকায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন। পরিবারে লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। কিন্তু অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: সুমাইয়া তামান্না জানান, মোজাহার আলীর স্ট্রোক করার কারণে মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, শেরপুর উপজেলায় হিট স্ট্রোকে ২৪ এপ্রিল উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে আব্দুস সালাম এবং ২৭ এপ্রিল মোজাহার আলী (৬৩) নামের দু’জনের মৃত্যু হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা