রাজশাহীতে হলে ঢুকতে না দেয়ায় রাস্তায় বিসিএস পরীক্ষার্থীর কান্না
- রাজশাহী ব্যুরো
- ২৬ এপ্রিল ২০২৪, ২০:১৪
নির্ধারিত সময়ের কিছু পরে আসায় রাজশাহীতে পরীক্ষা হলে ঢুকতে দেয়া হয়নি ফাহাদ ফয়সাল নামে এক বিসিএস পরীক্ষার্থীকে। পরীক্ষা দিতে না দিলে মরে যাবেন- এমন বহু কাকুতি মিনতি করেও কোনো কাজ হয়নি। ভেতরে প্রবেশ করতে না পেরে পরে ফাহাদ রাস্তায় শুয়ে গড়াগড়ি দিতে থাকেন এবং কান্নায় ভেঙে পড়েন।
এ সময় তিনি বারবার বলছিলেন এই পরীক্ষা না দিতে পারলে আমি মরে যাব স্যার। আমি আর বাঁচব না। এটাই আমার শেষ পরীক্ষা। তবে শেষ পর্যন্ত ফাহাদ পরীক্ষা দিতে পারেননি। একপর্যায়ে কাঁদতে কাঁদতে কেন্দ্রের সামনে থেকে ফিরে যান ফাহাদ।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় থাকা মসজিদ মিশন একাডেমি পরীক্ষাকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল ফাহাদ ফয়সালের। তার বাড়ি নওগাঁ জেলায়।
ফাহাদের বিসিএস পরীক্ষা দিতে না পারার কারণ হিসেবে জানা গেছে, পরীক্ষা শুরুর কথা ছিল সকাল ১০টায়। নিয়ম ছিল তার আধাঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। ফাহাদ কেন্দ্রের সামনে এসেছিলেন ৯টা ৪০ মিনিটে। এরইমধ্যে পরীক্ষাকেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়েছিল। তাই তাকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। ভেতরে ঢুকতে দিতে পুলিশকে অনুরোধ করেন ফাহাদ। কিন্তু পুলিশ রাজি হয়নি। এতেই ফাহাদের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়।
এরই প্রেক্ষিতে ফাহাদ কেন্দ্রের সামনে চিৎকার করে কাঁদতে থাকেন। রাস্তায় মাথা ঠুকরে গড়াগড়ি দিয়েছেন। তবুও মন গলেনি কেন্দ্রের সংশ্লিষ্টদের। এ ঘটনার সময় ওই রাস্তায় কিছুক্ষণ যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। একপর্যায়ে রাস্তায় পড়ে থাকার পর ফাহাদ সেখান থেকে উঠে চলে যান। পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক নূর আহমেদ মাছুম গণমাধ্যমকে বলেন, বেশ কয়েকদিন আগে চেয়ারম্যান সব কেন্দ্রসচিবদের সাথে ভার্চ্যুয়াল মিটিং করেন। তিনি নির্দেশ দেন, পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে কেউ কেন্দ্রে প্রবেশ না করলে তাকে যেন আর ঢুকতে দেয়া না হয়। সেই নির্দেশনাই পরীক্ষা গ্রহণকালে বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, ওই পরীক্ষার্থীরই সময়মতো আসা উচিত ছিল। এজন্য কর্তৃপক্ষ দায়ী নয়।
শুক্রবার রাজশাহী নগরীর ২৯টি কেন্দ্রে বিভাগের আটটি জেলা থেকে পরীক্ষার্থী ছিলেন ৩১ হাজার ৯৪৭ জন। এরমধ্যে পরীক্ষা দিয়েছেন ২৪ হাজার ১১৮ জন। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সুষ্ঠুভাবেই পরীক্ষা নেয়া হয়। তবে পরীক্ষা চলাকালে শাহ মখদুম কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়া অন্য কেন্দ্রেগুলোতে শান্তিপূর্ণ পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।