১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু -

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজশাহী নগরীর অদূরে কাটাখালী পৌরসভার শ্যামপুর বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে তিন শিশুর লাশ উদ্ধার করে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

মৃত তিন শিশু হলো কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া মহল্লার মো: রেন্টুর ছেলে মো: যুবরাজ (১২), একই এলাকার নূর ইসলামের ছেলে মো: নুরুজ্জামান (১৪) ও মো: লিটনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৪)।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার আবদুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে ওই তিন শিশু পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। এরপর দুপুর আড়াইটার দিকে লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় সূত্র জানায়, সাতজন শিশু ও কিশোর একসাথে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে তিনজন পানিতে তলিয়ে যায়। বাকি চারজন চেষ্টা চালিয়ে কাউকেই উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে তিন শিশুর লাশ উদ্ধার করে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল তিন শিশুর লাশ উদ্ধার করেছে। তবে আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement
তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা নাফনদীর নিষেধাজ্ঞা প্রত্যাহার : স্বস্তি ফিরেছে সেন্টমার্টিনে আফ্রিকায় এবার ভয়াবহ ব্লিডিং আই ভাইরাসের হানা

সকল