আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
- বগুড়া অফিস ও আদমদীঘি সংবাদদাতা
- ২২ এপ্রিল ২০২৪, ২০:২৭
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের উত্তরে ছাতিয়ানগ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (২৫) মারা গেছেন।
সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে ১১টা নাগাদ ছাতিয়ানগ্রাম এলাকা থেকে ছেড়ে আসার পর স্থানীয় লোকজন রেললাইনের পাশে ওই ব্যক্তির খণ্ড বিখণ্ড লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা