চারদিন ধরে নিখোঁজ এসএসসি ফলপ্রার্থী
- পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
- ২২ এপ্রিল ২০২৪, ২০:১০
চার দিন ধরে নিখোঁজ রয়েছে এসএসসি ফলপ্রার্থী মেধাবী ছাত্র আলিমুল হোসেন (১৬) আকাশ।
শুক্রবার (১৯ এপ্রিল) ফজরের পর থেকে সে এখনো নিখোঁজ।
আলিমুল পুঠিয়া সদরের গোপালহাটি এলাকার শরিফুল ইসলামের ছেলে।
নিখোঁজের বাবা জানান, শুক্রবার ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে ভোর ৫টার দিকে মসজিদের উদ্দেশে যায়। সকালে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন তার খোজ করে। কিন্তু সোমবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তাকে নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েছে।
আকাশের চাচা জহুরুল ইসলাম বলেন, আকাশ মেধাবী ছাত্র। সে পুঠিয়া সরকারি পিএন স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। ওই স্কুলে তার রোল দুই। কিভাবে সে নিখোঁজ হলো কিছুই বুঝতে পারছি না। তার নিখোঁজের দিনই পুঠিয়া থানায় জিডি করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা