১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আদমদীঘিতে রাজু বাহিনীর প্রধান অস্ত্রসহ গ্রেফতার

আদমদীঘিতে রাজু বাহিনীর প্রধান অস্ত্রসহ গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

বগুড়ার আদমদীঘি উপজেলায় রাজু বাহিনী প্রধান রাজু পালোয়ানকে (৩২) অবশেষে পুলিশ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তি রাজু পালোয়ান উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের মোস্তাকিন পালোয়ানের ছেলে।

পুলিশ জানায়, গত রোববার রাতে সান্তাহার পৌর শহরের মালগুদামের সামনে রাস্তার ওপর এক ব্যক্তি অবৈধ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযান শেষে তার কাছ থেকে অবৈধ ধারালো দু’টি ছুরি উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, রাজু পালোয়ান একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আদমদীঘি থানাসহ বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। সম্প্রতি উপজেলার মালসন ব্রিজের ওপরে ডাকাতি প্রস্তুতির ঘটনার সাথে সে জড়িত ছিল। দীর্ঘ দিন সে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি।


আরো সংবাদ



premium cement

সকল