রাজশাহীর পদ্মায় গোসলে নেমে স্কুলশিক্ষার্থীসহ দু'জনের মৃত্যু
- রাজশাহী ব্যুরো
- ২১ এপ্রিল ২০২৪, ১৮:৫৬
রাজশাহী নগরীর উপকণ্ঠে পবা উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুলশিক্ষার্থীসহ দু'জনের মৃত্যু হয়েছে।
রোববার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে পবা উপজেলার পদ্মা নদীর হাড়ুপুর নবগঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে দু'জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মারা যাওয়া দুজন হলো নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬) ও একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন (২০)।
বাপ্পি এ বছর রাজশাহী কোর্ট অ্যাকাডেমি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। অপরজন পেশায় থাই মিস্ত্রি।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা গণমাধ্যমকে জানান, দুপুরে কয়েকজন একসাথে নদীতে গোসলে নামে। এ সময় বাপ্পি ও মনির ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
রাজশাহী নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা