১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত -

রাজশাহীর পবা উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত ও দু’জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার মুরারীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর দামকুড়া থানার নতুন কশবা এলাকার লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), একই থানার সুত্রাবন এলাকার আলমগীর হোসেনের ছেলে সুইট হোসেন (৩১) ও লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)।

আহত দু’জন হলেন- দামকুড়া থানার আলীগঞ্জ এলাকার রবিউল ইসলামের ছেলে জুলহাস ইসলাম (৩২) ও একই থানার নতুন কশবা এলাকার মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে উপজেলার মুরারীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ড্রামবাহী ট্রাক দুটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে একটি মোটরসাইকেলের দু’জন ঘটনাস্থলেই নিহত হন। অপর মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে অপরজনের মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানান ওসি।


আরো সংবাদ



premium cement
হামাসের সাথে চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে

সকল