১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নওগাঁয় সড়ক দুঘটনায় স্বামী-স্ত্রী নিহত

- ছবি : ফাইল

নওগাঁয় সড়ক দুঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে নওগাঁ সদর উপজেলার ইয়াদ আলীর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন পাশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নাড়িকেলী গ্রামের বাসিন্দা এনামুল হক (৩৮) ও তার স্ত্রী বৃষ্টি (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এনামুল হক সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নওগাঁ থেকে বাড়ি যাচ্ছিলেন। ইয়াদ আলীর মোড়ে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে আরোহীরা সড়কের উপর ছিটকে পড়ে। এ সময় পিছন দিক থেকে দ্রুতগতির অপর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।


আরো সংবাদ



premium cement