নওগাঁয় বিষাক্ত মদপানে ৩ শিক্ষার্থীর মৃত্যু
- এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)
- ১১ এপ্রিল ২০২৪, ২২:৩০, আপডেট: ১১ এপ্রিল ২০২৪, ২২:৪৪
নওগাঁর মান্দায় ঈদের দিন বিষাক্ত মদপানে তিন ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতদের আরেক বন্ধু মুক্তার হোসেন গা ঢাকা দিয়েছে।
নিহত ছাত্ররা হলেন- উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আক্কাস আলীর ছেলে শারিকুল ইসলাম পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক হোসেন (২২) ও প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নাঈমুর রহমান নিশাত (২০)। তারা মান্দার উত্তরা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বিলউরাইল গ্রামের মাঠে চার যুবক এক সাথে মাদপান করে। এর কিছু পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আশিক মারা যায়। অন্য দু’জনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ কুমার বলেন, হাসপাতালে নেয়ার আগেই পিন্টু ও নিশাতের মৃত্যু হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এর পর তাদের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা