তাড়াশে বিদ্যুৎস্পৃষ্টে মাছ চাষির মৃত্যু
- তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ০৮ এপ্রিল ২০২৪, ২২:২৯
সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল মান্নান (৪৫) নামে এক মাছ চাষির মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিতে উপজেলার কাউরাইল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন তাড়াশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাহিনুর রহমান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, আব্দুল মান্নান এলাকার একজন সুপরিচিত মাছ উৎপাদনকারী ব্যক্তি। তিনি ঘটনার সময় তার নিজ পুকুরে বৈদ্যুতিক তার জোড়া লাগাতে গিয়ে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন।
তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি তদন্ত নুরে আলম জানান, এ ধরনের একটি খবর পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।