তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাদরাসা ছাত্রকে হত্যা
- বগুড়া অফিস ও কাহালু সংবাদদাতা
- ০৬ এপ্রিল ২০২৪, ১২:১৮
বগুড়ার কাহালুতে মসজিদে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে রেদোয়ান ইসলাম (১৭) নামে এক মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জো গ্রামে এ ঘটনা ঘটে।
রেদোয়ান ওই গ্রামের সাদ মিয়ার ছেলে। তিনি এই বছর দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
কাহালু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, ‘রেদোয়ান পাতাঞ্জো জামে মসজিদে তারাবির আট রাকাত নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এই সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার পর ধান ক্ষেতে ফেলে রেখে যায়। পরে রাত ১০টার দিকে তারাবির নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বাড়ি ফেরার পথে তার (রেদোয়ান) রক্তাক্ত লাশ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। তার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ডের ঘটনা সংগঠিত হতে পারে। তবে কাউকে আটক করা যায়নি।