০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

পাবনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

-

পাবনার ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে আলামিন হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের রামনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আলামিন ওই গ্রামের খায়রুল ইসলাম ভাষার ছেলে। সে রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, নিহত আলামিন বন্ধুদের সাথে পুকুর গোসল করতে যায়। আলামিন নতুন পুকুর দেখে পুকুরে ঝাঁপ দেয়। পুকুরে গভীরতা বেশি থাকায় ও সাঁতার না জানায় সে নিচের দিকে তলিয়ে যায়। পরে বন্ধুদের চেঁচামেচিতে লোকজন জড়ো হয়ে আলামিনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, নিহতের পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement