১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যৌতুকের দাবি পূরণ করতে না পাড়ায় গৃহবধূর আত্মহত্যা

- ছবি : ফাইল

সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের দাবিকৃত মোটরসাইকেল দিতে না পারায় অকালে প্রাণ দিতে হলো সাদিয়া খাতুন পাখি (২৮) নামের এক গৃহবধূর।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা গ্রামে এ ঘটনা ঘটে।

সাদিয়া খাতুন পাখি মাধাইনগর ইউনিয়নে মালসিন গ্রামের রইছ উদ্দিনের মেয়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে জানা যায়, মাধাইনগর ইউনিয়নে মালসিন গ্রামের রইছ উদ্দিনের মেয়ে সাদিয়া খাতুন পাখির সাথে পারিবারিকভাবে বিয়ে হয় দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিণা গ্রামের আরশাফ আলীর ছেলে হোসাইনের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দু’জনের মধ্যে ঝগড়া হয়। স্বামী হোসাইন তারাবির নামাজ পড়তে গেলে অভিমানে সাদিয়া খাতুন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সাদিয়ার বাবা রইছ উদ্দিনের দাবি, ‘তার মেয়েকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যৌতুক লোভী হোসাইন মাঝেমধ্যে আমার মেয়েকে যৌতুকের কারণে নির্যাতন করতো এবং মোটরসাইকেল দাবি করতো আমি গরীব মানুষ হওয়ায় এ দাবি পূরণ করতে পারি নাই। তাই আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে গৃহবধূর স্বামী হোসাইনের সাথে কথা বললে তিনি জানান, ‘আমার ওপর মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ‘লাশ রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা

সকল