মহাদেবপুরে নারী শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক
- মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
- ০৩ ডিসেম্বর ২০২৩, ১৫:২৪
নওগাঁর মহাদেবপুরের একটি চাল চাতালের ঘর থেকে লাইলী বেগম (৪৮) নামের এক নারী শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনার পর থেকে নিহতের স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছেন।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত লাইলী বেগম পার্শ্ববর্তী মান্দা থানার কসব মধ্যপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নিহত লাইলী বেগম চকগৌরী ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত জনৈক উজ্জল হোসেনের চাতালে কাজ করতেন। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই দ্বন্দ্ব চলতো। প্রতিদিনের মতো গতকাল শনিবার দিবাগত রাতে তারা তাদের ঘরে ঘুমিয়ে পরেন। আজ সকালে তাদের ঘরের দরজার বাইরে ছিটকিনি দেয়া দেখে অন্যদের সন্দেহ হয়। এরপর তারা তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে তাদের দরজার পাশের ফুটো দিয়ে দেখতে পান ঘরের মেঝেতে লাইলী বেগমের গলাকাটা লাশ পড়ে আছে।
তাৎক্ষণিকভাবে তারা নওহাটা ফাঁড়ি পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নওহাটা ফাঁড়ি পুলিশসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। তাকে পেলে এ হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।’
এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা