সিংড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- সিংড়া (নাটোর) সংবাদদাতা
- ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৫
নাটোরের সিংড়ায় গোসলে গিয়ে পানিতে ডুবে খাদিজা ও মারিয়া খাতুন (৬) নামের মামাত-ফুফাত দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড় সাঐল গ্রামে এই ঘটনা ঘটে।
শিশু খাদিজা খাতুন বড় সাঐল গ্রামের কৃষক শরিফুল ইসলামের মেয়ে আর মারিয়া খাতুন তার আপন ফুফাত বোন। তার বাবার নাম এমরান আলী।
হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল বলেন, মৃত শিশুরা ছোট বেলা থেকেই দাদা-নানা কফিল উদ্দিনের কাছে থাকত। প্রতিদিন তাদের দাদি-নানির সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করত। কিন্তু শনিবার দুপুরে সবার অগোচরে তারা দুই বোন ওই পুকুরে গোসলে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা