১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার পর রাস্তায় লাশ ফেলে পালালেন স্বামী

- ছবি : ফাইল

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় খাদিজা খাতুন (২৭) নামে এক গৃহবধুকে ছুরিকাঘাতে আহত করার পর হাসপাতালে নেওয়ার পথে মারা গেলে তার লাশ রাস্তায় ফেলে স্বামী পালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার দাদপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ।

খাদিজা উপজেলার হেমন্তবাড়ী গ্রামের হাসান আলীর স্ত্রী।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী খাদিজার পেটে ও হাতে ছুরিকাঘাত করে তার স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান। সন্ধ্যার দিকে লাশ দাদপুর এলাকার রাস্তার পাশে ফেলে রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। সন্ধ্যার পর স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।


আরো সংবাদ



premium cement