রাজশাহীতে অপহৃত শিশুকে ধর্ষণের পর হত্যা
পুকুর থেকে লাশ উদ্ধার- রাজশাহী ব্যুরো
- ০৩ জুলাই ২০২৩, ১৯:৫৮
রাজশাহীতে নয় বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার একদিন পর পুকুর থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ জুলাই) সকালে নগরীর ছোটবনগ্রাম এলাকার খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এর আগে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর জেলা থেকে অভিযুক্ত অপহরণকারী পলাশকে (৩৫) আটক করেৃ পুলিশ।
নিহত শিশুর নাম আন্নিকা আক্তার মায়া। সে নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে।
শনিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে তাকে অপহরণ করা হয়েছিল। নগরীর বড় বনগ্রাম রায়পাড়া এলাকার শাহিনের ছেলে পলাশ তাকে অপহরণ করে। এরপর তাকে ধর্ষণের পর হত্যা করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (শাহ মখদুম) মো: নূর আলম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ঈদ সেলামি দেয়ার কথা বলে ওই শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। এরপর তাকে ধর্ষণ করে। বিষয়টি যেন কেউ জানতে না পারে সেজন্য তাকে গলাটিপে হত্যা করা হয়। এরপর রাতে সুযোগ বুঝে তার লাশ পুকুরে ফেলে রাজশাহী থেকে নাটোরে পালিয়ে যায় পলাশ। পরে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় রোববার (২ জুলাই) রাতভর অভিযান চালানো হয়। পরে সোমবার (৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর জেলা থেকে তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহ মখদুম থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা