১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রায়গঞ্জে অটোরিকশা-বাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রায়গঞ্জে অটোরিকশা-বাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩। - ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জের নলকায় সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও এক শিশুর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করেন।

নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার গজাইল এলাকার মান্নান মন্ডলের স্ত্রী চান বানু (৫০), সদর থানার ফজল খাঁন রোড এলাকার রিপন শেখের স্ত্রী ডলি আক্তার (২৫) ও তার সাত মাস বয়সী শিশু নিহাল শেখ।

নিহতের লাশ সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে। এছাড়াও লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement