০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু। - প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুন) সকাল পৌনে ৯টার দিকে রাণীনগর রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

রাণীনগর রেলওয়ে স্টেশন মাস্টার মানিক হোসেন বলেন, রাজশাহী-চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করছিল। এ সময় স্টেশনের উত্তর পাশে প্রায় ৫৫ বছর বয়সী ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পরে।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, ট্রেনের নিচে কাটা পরে ওই ব্যক্তির দেহ তিন খণ্ড হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। এছাড়া তার পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে।


আরো সংবাদ



premium cement