তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ০৪ জুন ২০২৩, ১৪:৩৫
সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে বারুহাস ইউনিয়ন বিনসাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সঞ্জয় কুমার (৯) বারুহাস ইউনিয়ন বিনসাড়া গ্রামের বাদ্যকর পাড়ার আফালের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়ির পাশে বাহির বারী নামক পুকুরে গ্যাস ট্যাবলেট মাছ ধরে পুকুরের মালিক। রোববার সকালে পাড়ার সবাই ওই পুকুরে মাছ ধরতে নামে। এসময় সবার মাছ ধরা দেখে সেও মাছ ধরতে নেমে যায়। এক পর্যায়ে পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে সঞ্জয়ের ভাসমান লাশ পুকুরে দেখতে পায়। পরিবারের লোকজন উদ্ধার করে তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিক্যাল অফিসার ডা: ওমর ফারুক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।