সোনাতলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
- বগুড়া অফিস ও সোনাতলা সংবাদদাতা
- ২৫ এপ্রিল ২০২৩, ১৬:৪৬
বগুড়ার সোনাতলায় ইটের প্রাচীর নির্মাণ করা নিয়ে মারপিটের ঘটনায় একজন নিহত হয়েছেন।
গত সোমবার (২৪ এপ্রিল) এ ঘটনা ঘটে।
নিহত সুজাউল ইসলাম সুজা (৫৫) উপজেলার দক্ষিণ আটকরিয়া গ্রামের মরহুম নুনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজাউল ইসলাম সুজা তার ছোট ভাই আব্দুল মালেকর সাথে দীর্ঘ দিন থেকে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার সকাল সাড়ে ১০টায় ছোট ভাই আব্দুল মালেক বড় ভাইয়ের বাড়ীর গেটের সামনে ইটের সীমানা প্রাচীর তুলতে গেলে বড় ভাই সুজা বাধা প্রদান করে। এসময় প্রতিপক্ষ আপন বড় ভাই মো: বাবলু মিয়া, ছোট ভাই আব্দুল মালেকের ছেলে তামিম হোসেন, স্ত্রী চামেলী আক্তার মারপিট শুরু করে। মারপিটে সুজা গুরুতর আহত হয়। সুজাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠালে বিকেল ৪টায় পথে সুজাউল মারা যায়।
এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ও থানায় মামলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা