বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ মার্চ ২০২৩, ১২:১২
বগুড়া শাজাহানপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে উপজেলার জামাদারপুকুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলের চালকের নাম সাব্বির হোসেন (৩৫)। তিনি শাজাহানপুর উপজেলার সোনাকানিয়া গ্রামের তরিকুল্লা প্রামানিকের ছেলে। সাব্বির নন্দীগ্রামে কোয়ালিটি ফিড কোম্পানীতে কাজ করতেন।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসানাত এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী মনির হোসেন বলেন, সকাল ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে নন্দীগ্রাম যাচ্ছিলেন সাব্বির। পথিমধ্যে জামাদারপুকুর এলাকায় নন্দীগ্রামগামী একটি ট্রাক ওই মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাব্বির মারা যান।
এসআই আবুল হাসানাত জানান, লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সূত্র : বাসস