২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত। - ছবি : নয়া দিগন্ত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার আটাপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সকালে আটাপাড়া রেলগেট এলাকায় ওই বৃদ্ধ রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement