২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে ঘুমন্ত দুই ভাইয়ের মৃত্যু

তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে ঘুমন্ত দুই ভাইয়ের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বাঁধে আশ্রিত বাড়িতে অগ্নিকাণ্ডে তালাবদ্ধ ঘরের ভেতর পুড়ে ঘুমন্ত দুই ভাইয়ের মর্মার্ন্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়রি) বিকেল ৫টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই সিয়াম হোসেন (৫) ও মোস্তাকিম আলী (৩)। তারা উপজেলার ভুতবাড়ি গ্রামের কাঠমিস্ত্রি লিটন মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, ভুতবাড়ি গ্রামের লিটন মিয়া যমুনা নদীর ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রায় নিয়ে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। লিটন মিয়া জীবিকার সন্ধানে টাঙ্গাইল জেলায় কাঠ মিস্ত্রির কাজ করেন। বাড়িতে সিয়াম ও মোস্তাকিমকে নিয়ে স্ত্রী গোলাপী খাতুন থাকেন।

শনিবার সন্ধ্যার দিকে গোলাপী খাতুন দুই শিশুকে ঘরে রেখে মাঠে থাকা ছাগল আনতে যান। এ সময় বৈদ্যুতিক শট সার্কিট থেকে ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় শিশু সিয়াম ও মোস্তাকিম।

ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারিক জানান, লিটন মিয়ার বাড়িতে আগুন লাগার বিষয়টি ধুনট ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই অগ্নিকাণ্ডে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই অগ্নিকাণ্ডে দুই ভাই মারা গেছে। তবে স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডে দুই ভাই মারা গেছে।


আরো সংবাদ



premium cement
ভাষার বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের ৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান : জরিপ ‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’ যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫ চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি ঈশ্বরগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক মিটির বিরোধীতা করে মশাল মিছিল সরকারে থেকে কিংস পার্টি করলে দেশের মানুষ মেনে নেবে না : ফজলুর রহমান

সকল