১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত - ফাইল ছবি

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম রবিন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ওই এলাকার নওশাদ আলীর ছেলে। সে সরকারি টিটিসিতে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বগুড়া সদর থানার উপশহর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজন মিঞা জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে রবিউলের উরুতে চাকু দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রবিনের মৃত্যু হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।


আরো সংবাদ



premium cement