১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের ২দিন পর দিনমজুরের লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের ২দিন পর দিনমজুরের লাশ উদ্ধার - ছবি : প্রতীকী

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের দু’দিন পর চাঁন মিয়া (৫৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সুজাবাদ এলাকার ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

মৃত চাঁন মিয়া উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

পরিবারের দাবি মঙ্গলবার তিনি কাজে বের হয়ে আর বাড়িতে ফেরেননি।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, চাঁন মিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার নাকে মুখে রক্ত রয়েছে।


আরো সংবাদ



premium cement