বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
- বগুড়া অফিস
- ১১ জুন ২০২২, ১৭:৩৮
বগুড়ার শেরপুর ও নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।
শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ভ্যানচালক ও অপরজন হোটেলশ্রমিক।
স্থানীয়রা জানায়, ব্যাটারিচালিত একটি অটোভ্যান রনবাঘা বাজারের দিকে আসছিল। এ সময় রনবাঘা পেট্রোল পাম্পের সামনে বিপরীতমুখী শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আফছার আলী (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। নিহত আফছার আলী নাটোর জেলার সিংড়া উপজেলার কুড়ি পাকিয়া গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ভটভটিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
অপরদিকে শেরপুরে বাসচাপায় আব্দুল মোন্নাফ (২৯) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। তিনি শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চকখানপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মোন্নাফ পেশায় একজন হোটেলশ্রমিক। শাজাহানপুর উপজেলায় অবস্থিত সৌখিন হোটেলে কাজ করতেন। তবে কাজ শেষে বাড়ি যেতেন। আবার পরদিন কাজে যোগ দিতেন। প্রতিদিনের কাজে যাওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাতে মারা যান তিনি।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকে আটক করা যায়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।