ঈশ্বরদীতে পৃথক ঘটনায় নিহত ২
- ঈশ্বরদী সংবাদদাতা
- ১৪ মে ২০২২, ১৪:১৪
ঈশ্বরদীতে পৃথক ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে নসিমন উল্টে এক গরু ব্যবসায়ী নিহত ও একজন আহত হয়েছেন। এছাড়া বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর মোড়ে দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঈশ্বরদীর পাকশীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে রূপপুর মোড়ে গরু কিনতে যাওয়ার সময় নসিমন উল্টে নসিমনে থাকা আব্দুর রহমান নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে নসিমনে থাকা অপর একজন আহত হয়েছেন।
নিহত গরুর ব্যাবসায়ী পাবনার সাঁথিয়া থানার কাশিনাথপুর বাজার এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আশীষ কুমার স্যানাল।
এদিকে, বজ্রপাতে শেখ হোসেন (২৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী গ্রামে এ
ঘটনা ঘটে। নিহত ওই কৃষক চরগড়গড়ী (আলহাজ্ব মোড়) গ্রামের মছো প্রামাণিকের ছেলে।