বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু
- শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
- ২৬ এপ্রিল ২০২২, ১১:১১
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আব্দুল হাকিম প্রামাণিক (৬০) নামে এক মাদরাসার অসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম শিবগঞ্জের গোবিন্দপুর দাখিল মাদরাসার অসরপ্রাপ্ত শিক্ষক ও রামপুর ভালুঞ্জা এলাকার মৃত নজিমউদ্দিনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, পদ্মরাগ নামে একটি ট্রেন সোমবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া স্টেশন থেকে সান্তাহারের দিকে যাচ্ছিল। এমন সময় কলেজের মেইন গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল হাকিম নামে এক ব্যক্তি নিহত হন।
তিনি আরো জানান, আব্দুল হাকিম শহরের একটি ভাড়ার বাসায় পরিবারসহ বসবাস করতেন।