চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি : আরো একজনের লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ অক্টোবর ২০২১, ১৬:০৮
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পাঁকা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন।
শুক্রবার সকালে পাশের জেলা রাজশাহীর সুলতানগঞ্জ এলাকায় পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করেছে স্থানীয়রা।
মৃত ডেইজি বেগম উপজেলার দশরশিয়া এলাকার হারুনুর রশিদের স্ত্রী।
দুপুরে ইউপি চেয়ারম্যান জানান, সকালে রাজশাহী জেলার সুলতানগঞ্জ এলাকায় পদ্মায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে স্বজনরা গিয়ে ডেইজি বেগমকে শনাক্ত করেন।
তিনি জানান, এই নিয়ে এ পর্যন্ত শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো পাঁচজন নিখোঁজ রয়েছেন।
গত বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি ঘাট থেকে প্রায় ৫০ জন যাত্রী ও মালামাল নিয়ে একটি নৌকা বিশ পাঁকা ইউপির দশ রশিয়ার উদ্দেশে রওয়ানা দেয়। দুপুর সোয়া ২টার দিকে নৌকাটি লক্ষ্মীপুর এলাকায় পৌঁছালে বাতাসের কবলে পড়ে ডুবে যায়।
সূত্র : ইউএনবি