২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বগুড়ার ডিসির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

- ছবি : নয়া দিগন্ত

বগুড়ার জেলা প্রশাসক মো: জিয়াউল হকের অফিসিয়াল মোবাইল নম্বর (০১৭১৩২০২৪৫৫) ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

তিনি জানান, আমার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন বা স্পুফিং হয়েছে। এই নম্বর দিয়ে ফোন করে কারো কাছে কোনো টাকা বা কিছু দাবি করলে সাথে সথে জেলা প্রশাসককে জানাবেন।

বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কাছে থাকা অফিসিয়াল নম্বর ক্লোন করে সোমবার গাবতলী ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কাছে টাকা দাবি করা হয়।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, আমার কাছে ডিসি স্যারের অফিসিয়াল নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে সরকারি প্রকল্প বরাদ্দ পেতে টাকা দাবি করা হয়। তখন সন্দেহ হলে তার পরিচয় জানতে চাই। সাথে সাথে ফোনের সংযোগ কেটে দেয়। পরে বিষয়টি ডিসি স্যারকে জানানো হয়।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন হয়েছে বলে ‘ডিসি বগুড়া’ নামে ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে বলা হয়- ‘জেলা প্রশাসক, বগুড়ার সরকারি নাম্বার ক্লোন করে বিভিন্ন জনকে ফোন করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকার জন্য জানানো হলো।’

বগুড়া জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর (এনডিসি) জিএম রাশেদুল ইসলাম জানান, মোবাইল নাম্বার ক্লোন করার ঘটনায় জেলা প্রশাসন থেকে সদর থানায় লিখিতভাবে অবগত করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
থাইল্যান্ডের ই-ভিসা জটিলতায় বাংলাদেশীরা মানিকগঞ্জে ছাত্রদের উপর প্রকাশ্যে সশস্ত্র হামলার নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার নোবিপ্রবিতে বিকন অব ব্রিলিয়্যান্স আয়োজন করছে ছাত্রশিবির জাতীয় স্বার্থের উপর জোর দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি : রুবিও অভিষেক ঝড়ে পাত্তাই পেল না ইংল্যান্ড শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের বড় জয় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে পারেন ফিফা প্রধান তদন্তে রাতের ভোটকারীরা গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে অপ্রাসঙ্গিক মনে করছে বিএনপি দাভোসে বিশ্ব নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

সকল