০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

যোগদানের দাবিতে রাবি ভিসি, প্রো-ভিসিকে অবরুদ্ধ করলেন অবৈধ নিয়োগপ্রাপ্তরা

এভাবে ভিসি, প্রো-ভিসিকে অবরুদ্ধ করে রাখেন অবৈধ নিয়োগপ্রাপ্তরা - ছবি নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অ্যাডহকে অবৈধ নিয়োগপ্রাপ্তরা কর্মস্থলে যোগদানের দাবিতে ভিসি (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো: জাকারিয়াসহ প্রশাসনের চার কর্মকর্তাকে অবরুদ্ধ করেছেন।

সোমবার দুপুরে ভিসির সম্মেলন কক্ষে অবস্থান নেন অবৈধ নিয়োগপ্রাপ্তরা। এদের অধিকাংশই ছাত্রলীগের সাবেক ও নতুন কমিটির সদস্য। পরে তারা প্রশাসনের সাথে দু’দফা বৈঠকে বসেও কোনো সুরাহা করতে পারেনি।

এর আগে বেলা ১১টার দিকে ভিসি (রুটিন দায়িত্ব) ডিনদের সাথে বৈঠকে বসেন। তারা কর্মস্থলে যোগদানের দাবি জানালে ডিনরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। এ সময় ভিসি-প্রোভিসিসহ চার কর্মকর্তাকে অবরুদ্ধ করেন তারা।

অবরুদ্ধরা হলেন, ভিসি (রুটিন দায়িত্ব) অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো: জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফ ও রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।

নিয়োগপ্রাপ্ত ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আল আমিন বলেন, গত ৬ মে যোগদান করেছি। তবে যে দফতর বা বিভাগে নিয়োগ পেয়েছিলাম সেখানে পদায়ন হঠাৎ স্থগিত করা হয়। এতদিন ক্যাম্পাস বন্ধ ছিল। এ জন্য আমরা যোগ দিতে আসিনি। এখন কাজে যোগ দিতে এলে রুটিন দায়িত্বে থাকা ভিসি বলছেন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু স্থগিতাদেশের কোনো কাগজ দেখাতে পারেননি তিনি। পরে বলেছেন মৌখিকভাবে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

তিনি আরো বলেন, আমরা যোগ দিয়েছি ভ্যালিড কাগজপত্রে। মৌখিক নিষেধাজ্ঞায় যোগদান বন্ধ থাকতে পারে না। তাই আমরা যোগদানের দাবিতে অবরুদ্ধ করেছি তাদের।

এ বিষয়ে রুটিন দায়িত্বে থাকা ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। সেই সাথে মন্ত্রণালয় এ নিয়োগকে অবৈধ ঘোষণা করেছে। ফলে এ অবস্থায় পদায়ন সম্ভব হবে না।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল