বড়াইগ্রামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে
- বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
- ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৭
নাটোরের বড়াইগ্রামে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মজনু মিয়া (২৭) নামে একজনকে আটকের পর বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার মজনু মিয়া উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে শারীরিক প্রতিবন্ধী ওই গৃহবধূ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। তার স্বামী কিছু দিন আগে খুলনায় রাজমিস্ত্রীর কাজে যাওয়ায় তিনি বাড়িতে একাই ছিলেন। রাত দেড়টার দিকে মজনু মিয়া ওই বাড়িতে গিয়ে ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। খবর পেয়ে পরের দিন তার স্বামী বাড়ি এলেও মজনুসহ তার আত্মীয়-স্বজনের চাপে তিনি থানায় যেতে পারেননি। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে পুলিশ রাতেই মজনু মিয়াকে আটক করে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। ইতোমধ্যে নির্যাতিতা গৃহবধূর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। বুধবার মজনু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা