২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টিকা দিতে হাসপাতাল নিয়ে আসা শিশু চুরি

টিকা দিতে হাসপাতাল নিয়ে আসা শিশু চুরি -

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাসের এক শিশু চুরি হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

চুরি যাওয়া শিশু মশিন্দা মাঝপাড়া গ্রামের মো: মফিজ উদ্দিনের মেয়ে তাইয়েবা।

মফিজ উদ্দিনের স্ত্রী সিমা খাতুন জানান, বুধবার সকালে তিনি তার শিশু কন্যা তাইয়েবাকে নিয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়াতে ও নিজের চিকিৎসার জন্য আসেন। বহির্বিভাগে লাইনে অনেক ভিড় থাকায় পাশে থাকা অজ্ঞাত বোরকা পরা এক মহিলা সিমা খাতুনের বাচ্চা কোলে নিলে তিনি ভিতরে ডাক্তার দেখাতে যান। একটু পর সিমা খাতুন ডাক্তার না দেখিয়েই ফিরে এসে দেখেন অজ্ঞাত মহিলা তার শিশু তাইয়েবাসহ উধাও। অনেক খোঁজাখুঁজি করেও তাইয়েবাকে না পেয়ে মা সিমা খাতুন কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ গুরুদাসপুর থানা পুলিশকে অবহিত করে।

নাটোরের সিভিল সার্জন ডা: মিজানুর রহমান জানান, গুরুদাসপুর থানা পুলিশকে জানানোর পাশাপাশি হাসাতালের সিসিটিভির ভিডিও ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বিকেল ৫টার দিকে জানান, সকল চেকপোস্টকে এলার্ট করা হয়েছে। এছাড়া পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধার ও ওই মহিলাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত বাচ্চাটিকে উদ্ধার বা ওই মহিলাকে আটক করা সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement
বিদেশী কম্বলের ভিড়ে কমেনি লেপ-তোষকের কদর শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তত আছে : পুতিন নেশন্স লিগের শেষ আটে কে কার মুখোমুখি হবে মুরাদনগরে পিঠা পুলি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা যুদ্ধ বন্ধে ট্রাম্পের সাথে বসতে চান পুতিন মাদকের টাকার জন্য মাকে হত্যা, থানায় আত্মসমর্পণ ছেলের আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভারতীয় অর্থনীতি-রাজনীতিতে যে প্রভাব ফেলবে বিচ্ছেদে খুশি নন সায়রা-রহমান কেউই! তবুও কেন হলো অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য, আদানির বিরুদ্ধে অভিযোগ মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন'

সকল