পুঠিয়ায় ২৫ কেজি গাঁজাসহ যাত্রী আটক
- পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
- ১৪ নভেম্বর ২০২০, ২০:১৫
রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি বাসে তল্লাশি চালিয়ে ২৫ কেজি ৯ শ’ গ্রাম গাঁজাসহ এক যাত্রীকে আটক করেছে র্যাব সদস্যরা।
জানা যায়, শনিবার এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানেশ্বর বাজার জলিল সুপার মার্কেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের কয়েকটি বাসে তল্লাশি চালায় র্যাব। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা ভাই ভাই নাইস পরিবহনে তল্লাশি চালিয়ে বাস যাত্রী জাহিদুল হক জিসানকে (২৫) গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত জাহিদুল হাসান জিশান কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বানেশ্বর বাজার এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাসে তল্লাশি চালিয়ে ২৫ কেজি ৯ শ’ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়। পরে আটককৃত যুবকের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, জিসানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা