পুঠিয়ায় পায়ের রগ কাটা লাশ উদ্ধার
- পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
- ২০ অক্টোবর ২০২০, ১৫:২৪
রাজশাহীর পুঠিয়ায় অহির বক্স (৫৮) নামে এক ব্যক্তির রগ কাটা লাশ উদ্ধার করেছেন পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে বাড়ির পাশে আম বাগানে নিয়ে গিয়ে পায়ের রগ কেটে হত্যা করেছে।
মঙ্গলবার সকালে প্রতিবেশীরা নিহতের লাশ ওই বাগানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) পাঠিয়েছে। নিহত অহির বক্স উপজেলার ধোপাপাড়া এলাকার নওপাড়া গ্রামের মৃত আহাদ আলী শেখের ছেলে।
নিহতের ছেলে শরিফুল ইসলাম বলেন, সোমবার দুপুরের খাবার শেষে আব্বা বাড়ি থেকে বের হন। এরপর রাতে আমরা অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাইনি। মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন বাড়ি থেকে দুই শ’ গজ দূরে একটি আম বাগানে আব্বার লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়।
থানার ওসি রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারালো অস্ত্র দিয়ে নিহতের পায়ের রগ কাটা হয়েছে। কান দিয়ে রক্ত বের হওয়ার আলামত পাওয়া গেছে। এছাড়া শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ওই হত্যাকাণ্ডের রহস্যভেদ ও আসামিদের চিহ্নিত করতে কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা