বগুড়ায় শাবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- বগুড়া অফিস
- ০১ অক্টোবর ২০২০, ২১:০২
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের প্রথম মবর্ষের ছাত্রী আছিয়া আকতার সুমির (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বগুড়া সদরের মথুরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১২টায় তার নিজ বাসার বারান্দায় ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, সুমির গলায় ওড়না পেঁচানো ছিল। সে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। তাকে হত্যা করা হয়নি। সে আত্মহত্যা করেছে। তার আত্মহত্যার পেছনে কারা প্ররোচনা দিয়েছে তা তদন্ত করা হচ্ছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা