পোরশায় ফেনসিডিলসহ ৫ নারী আটক
- পোরশা (নওগাঁ) সংবাদদাতা
- ০৯ সেপ্টেম্বর ২০২০, ১১:১৬
নওগাঁর পোরশায় ২০০ বোতল ফেনসিডিলসহ পাঁচ নারী মাদক কারবারিকে আটক করে থানায় সোপর্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নওগাঁর কর্মকর্তারা।
মঙ্গলবার সন্ধ্যায় সরাইগাছি-আড্ডা রোডের তাইতোড় রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছালামপুর গ্রামের রাকিবুল হোসেনের স্ত্রী রোশনা বেগম (২২), মৃত তমিজ উদ্দিনের মেয়ে পিয়ারা খাতুন (২৪), মাসুদ রানার স্ত্রী নুরেছা বেগম (২০), আলকেস আলীর স্ত্রী পারুল বেগম (৩০) ও মৃত জহির উদ্দিনের মেয়ে শাহিনুর (৩৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক লোকমান হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তারা অভিনব কায়দায় কাপড়ের তৈরীকৃত থলেতে ফেনসিডিলগুলো বুকের সাথে বেঁধে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে সরাইগাছির দিকে আসছিলেন।
পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় মাদকদ্রব্য আইনের মামলা হয়েছে। বুধবার আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা