কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের বাসার নিরাপত্তায় আনসার মোতায়েন
- কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ০৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৫১
নিরাপত্তার জন্য সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের বাসায় সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত ওই ইউএনওকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় এনে চিকিৎসা করা হচ্ছে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিরাপত্তার জন্য তার বাসভবনে ১০ সদস্যের এক প্লাটুন আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে।
আনসাররা কাজিপুর উপজেলা পরিষদ আদর্শ একাডেমিতে ক্যাম্প স্থাপন করেছে। আনসারের এটিসি আলমগীর হোসেন জানান, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের এই ডিউটি অব্যাহত থাকবে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, সন্ধ্যা থেকে আনসার সদস্য আমার বাসভবনের সামনে ডিউটি শুরু করেছেন। তারা এ সংক্রান্ত পত্র আমাকে দিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা