বগুড়ায় বাঁশবোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত
- বগুড়া অফিস
- ০২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৩
বগুড়া শহর দ্বিতীয় বাইপাস মহাসড়কে বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে এর হেলপার মো: মামুন (২২) নিহত হয়েছে।
বুধবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন গাইবান্ধার সাদুল্ল্যাপুরের বাসিন্দা।
শাজাহানপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, বাঁশ নিয়ে ঢাকা যাওয়ার সময় একটি ট্রাক দ্বিতীয় বাইপাসের নিশ্চিন্তপুরে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার উপর উল্টে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও বগুড়া ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাকের সামনের অংশ কেটে নিহত হেলপার মামুনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আর ট্রাকের চালক পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।