০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

বগুড়ার আদমদীঘিতে ১১৭ বস্তা ভিজিডি’র চাল উদ্ধার

-

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি সিলযুক্ত ১১৭ বস্তা ভর্তি সাড়ে তিন মেট্টিক টন ভিজিডি’র চাল উদ্ধার করেছে। মঙ্গলবার চাল বাজারে অভিযানকালে এসময় দুই ক্রেতাকে আটক করে। আদমদীঘি উপজেলার সান্তাহার দৈনিক বাজারের চাল বাজারের শিবলু হোসেন নামের এক ব্যবসায়ীর গুদাম থেকে ওই চাল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, মঙ্গলবার উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ থেকে তালিকাভুক্ত ও কার্ডধারী ৩১৫ দরীদ্র এর মাঝে চলতি আগস্ট মাসের ভিজিডি’র চাল বিতরণ করা হয়। কার্ডধারী ভোক্তারা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে পরিষদের সামনে ও আশপাশে অবস্থান করা চাল ব্যবসায়ীদের নিকট বিক্রি করে দেয়।

এর মধ্যে শিবলু হোসেন নামের এক ব্যবসায়ী ১১৭ ভোক্তার নিকট থেকে প্রতিটি ৩০ কেজির ১১৭ বস্তা চাল ক্রয় করেন। পরে ভ্যান যোগে নিয়ে গিয়ে মজুদ করেন ইউনিয়ন পরিষদের পাশে থাকা চাল বাজারের একটি গুদামে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় ওই গুদাম তালা বদ্ধ থাকায় আদালত পুলিশের সহায়তায় তালা ভেঙ্গে চালগুলো জব্দ এবং গুদাম সিলগালা করে। এর পর ঘটনাস্থল থেকে শিবলু হোসেন ও আকতার ফারুক নামের দুইজনকে আটক করা হয়। পরে তাদের সেখানে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।


আরো সংবাদ



premium cement