বগুড়ার শেরপুরে ট্রাক-বাস ত্রিমুখী সংঘর্ষ
- শেরপুর (বগুড়া) সংবাদদাতা
- ০৯ আগস্ট ২০২০, ১১:৫৩
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় ট্রাক বাস ত্রিমুখী সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন রংপুর পীরগঞ্জ এলাকার মুঞ্জুরুল ইসলাম (৪০) ও শিমুল (১৮), মিঠাপুকুর এলকার নুরুজ্জমান (৪৫), নওগাঁ সদর এলাকার ফরহাদ হোসেন (২০), নওগাঁ মহাদেবপুর এলাকার জাহিদ হোসেন (৪০)।
রোববার ভোর সাড়ে পাঁচটায় শেরপুর উপজেলার মহিপুর (হাজিপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রংপুর এলাকা থেকে ভুট্টা বোঝায় ট্রাক ঢাকায় যাওয়ার সময় মহিপুর এলাকায় পৌঁছালে বগুড়াগামী ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এবং রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ ফতেহ আলী বাস ঢাকাগামী ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের ড্রাইভার, হেলপার ও বাসের একজন যাত্রী গুরতর আহত হয়। শেরপুর ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে আশঙ্ক্ষাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো: রতন হোসেন বলেন, এ দুর্ঘটনার কারণে ৬ কিলোমিটার রাস্তা দেড় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকার পর এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা