বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
- ০৮ আগস্ট ২০২০, ২০:০৪
নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে আব্দুল মমিন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গালিমপুর পারকুঠী গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আব্দুল মমিন ওই গ্রামের ভ্যানচালক আব্দুল মতিনের ছেলে। স্থানীয় সূত্র জানা যায়, শিশু আব্দুল মমিন নিজবাড়ি থেকে পাশের দাদির বাড়িতে যাওয়ার সময় ডোবার পানিতে পড়ে যায়। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন ডোবায় পড়ে যেতে পারে ভেবে খুঁজতে পানিতে নামে। সেখানে পেয়ে শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা